ড়াইল প্রতিনিধি:‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ’এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি আলহাজ আব্দুস সামি মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারসহ অনেকে।
এ সময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

