কেশবপুর প্রতিনিধ : আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে কেশবপুরে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। শহরের গাজীর মোড়ে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে কেশবপুর উপজেলার পিএফজি ও ওয়াইপিএজিেএই মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেশবপুর পিএফজির কোঅর্ডিনেটর মো: মুনছুর আলি, সহসমন্বয়কারী মো: মোতাহার হোসাইন, পিস এ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সাংবাদিক শামিম আক্তার মুকুল, পিএফজির সদস্য ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি উজ্জল দাস, স্থানীয় এনজিও আস্থার পরিচালক উত্তম কুমার সাহা, পিএফজির সদস্য আব্দুল গাফফার, সাংবাদিক পরেশ দেবনাথ।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মো: হাসিব হোসেন, সদস্য আসলামসহ অন্যান্য রাজনৈতিক ও সুশিল সমাজের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহিংসতা নয় সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এটিই হলো আজকের দিনের অঙ্গির এবং আন্তর্জাতিক অহিংস দিবসের স্লোগানকে সামনে রেখে সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে কেশবপুরের সক্রিয় জনগনকে সাথে নিয়ে সহিংসতাকে প্রতিরোধ করার বিষয়ে পদক্ষেপ নিতে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে মত প্রকাশ করা হয়।

