কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বারবাজার ইউনিয়ন বিএনপির ২ কর্মীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেওয়া হয়। েপাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন-বারবাাজার মহিষাহাটি গ্রামের খোদাবখশ ছেলে আসাদুল ইসলাম ও বেলাট দৌলতপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে সাবু বিশ্বাস। তবে কি কারণে তাদের বহিস্কার করা হয়েছে তা প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ছেলে সজিব, তার বৌমা বাধন ও মাকে বিকাল সাড়ে ৪ টার দিকে বারবাজার মান্দারতলা এলাকা থেকে অপহরন করা হয়। বহিস্কৃতরা এই ঘটনায় জড়িত থাকতে পারে।
বর্তমানে ইউপি চেয়ারম্যানের বৌমা ও তার মা বাড়িতে অবস্থান করলেও ছেলে সজিব যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায় ।

