শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে আটক ৫

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে মানব পাচারের অভিযোগে ২ জনসহ ৫জন আটক হয়েছেন। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

পদ্মশাখরা থেকে আটককৃতরা হলন-সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে দালাল জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের আসাদুল সরদারের ছেলে বিলাল হোসেন (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শামছুজ্জামান (৩৯)। তাদেরকে শুক্রবার ভোর ৩টার দিকে পদ্মশাখরা সীমান্ত থেকে আটক করা হয়।

এদিকে শুক্রবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে  অবৈধভাবে পারাপারের সময় বিজিবি সদস্যরা দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে মোঃ মামুন (৩৩)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, পদ্মশাখরা বিওপি এলাকা দিয়ে ভারতে শামসুজ্জামান নামের এক ব্যক্তিকে পাচারের সময় তাকেসহ দালাল জসিম উদ্দীন ও বিলাল হোসেনকে আটক করা হয়।

অপরদিকে, কলারোয়া উপজেলার  হিজলদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মৌসুমী খাতুন (৩৪) ও মামুন হোসেন (৩৩) নামের দু’জনকে আটক করা হয়।তারা মাদক চোরাচালানের সাথে যুক্ত ও

তিন দিন আগে যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায়  সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

 

আরো পড়ুন

সর্বশেষ