চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নিকট সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবিতে একটি লিখিত আবেদন জমা দেন।
জানা যায়, অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগেই উপজেলার দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
এদিন সকালে তারা দিঘড়ী দাখিল মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন দিঘড়ী গ্রামের সামছুল আলম, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, আতিয়ার রহমান, আব্দুস সামাদ, হাশেম আলী ও জামাল হোসেন, মাধবপুর গ্রামের আশিকুর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল লতিফ লতা, কাকুড়িয়া গ্রামের আবু মুছা, আরিফ হোসেন ও রায়হান উদ্দীন প্রমুখ।
পরে তারা উপজেলা পরিষদ চত্বরে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নিকট সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবীতে একটি লিখিত আবেদন জমা দেন।
এলাকাবাসীর অভিযোগ সুপার শাহানাজ পারভীন এ মাদ্রাসায় যোগদানের পর থেকে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, লুটপাট, মাদ্রাসার বিভিন্ন ফান্ড তসরুপ, সরকারের দেওয়া কম্পিউটার ল্যাব আত্মসাৎ, বিভিন্ন পদে নিয়োগ বানিজ্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের সাথে অসৌজন্যমূলক আচরন, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, সনদ জালিয়াতির মাধ্যমে উচ্চতর ডিগ্রী অর্জন, রাজনৈতিক দাপট প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে।
তার দূর্নীতি ও স্বেচছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ফলে সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মাবনবন্ধন করেছেন মাদ্রাসাটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সুপার শাহানাজ পারভীনকে অপসারণের দাবিতে একটি লিখিত আবেদন আমার দপ্তরে পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।

