কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাত ২ টার দিকে নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং আনন্দবাগ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট বিএনপি’র অফিসে অগ্নিসংযোগ ও কাউন্টার ভাংচুর ২টি নাশকতা মামলায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু আজিফ। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

