শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।
 সভায় বক্তব্য রাখেন চৌগাছায়  দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাব্বির  , বিদয়ী সহকারী কমিশনার (ভূমি) গুজন বিশ্বাস, নবাগত সহকারী কমিশনার তাসনিম জাহান,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল বাহার চৌধুরী , উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ,  নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বলায় চন্দ্র,  সাধারণ সম্পাদক অভিজিৎ।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবুজাফর,  বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,  ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, নুরুল কদর,  আবুল কাশেমসহ উপজেলায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, চৌগাছায় ৩৭ টি পুজা মন্ডপে পুজা উদযাপন করা হবে। উপজেলার কোনো পুজা মন্ডপ ঝুকিপূর্ণ নেই। উপজেলার সকল পুজা মন্ডপে নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটেলিয়নের সদস্যরা কাজ করবেন।

আরো পড়ুন

সর্বশেষ