শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঢাক ঢোল পিটিয়ে যশোর উদীচীর সম্মেলনের উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
ঢাক ঢোল পিটিয়ে এবং নেচে গেয়ে যশোর উদীচীর সম্মেলনের উদ্বোধন‘ করা হয়েছে। বিকেল ৫ টায় সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন চুকনগর গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী এরশাদ আলী মোড়ল। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলম। স্বাগত বক্তৃতা করেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক একরাম-উদ-দৌল্লা। উদ্বোধনী অনুষ্ঠান এবং শোভাযাত্রা শেষে রাত অবধি চলে সাংগঠনিক অধিবেশন।

আজ ২০ মে চুকনগর গণহত্যাকে জেনোসাইড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান হবে। খুলনার চুকনগরে হবে এ অনুষ্ঠান। আগামীকাল ২১ মে জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক অধিবেশন ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে সমাপ্তি ঘটবে তিনদিনের সম্মেলনের।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ