শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে নানা আয়োজনে শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা, পুরস্কার বিতরণ এবং পটগান অনুষ্ঠিত হয়।

 

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড. ইকবাল হোসেন সিকদারসহ অনেকে।

 

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন শিল্পী সুলতান।

আরো পড়ুন

সর্বশেষ