নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসন, যশোর এবং জেলা পরিষদএর যৌথ উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ১৬৫ জন শিশুর মাঝে পূজার উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কালেক্টরেট ভবনের সভাকক্ষ অমিত্রাক্ষরে জেলা প্রশাসক মো আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

