শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় দূর্যোগ প্রশমন দিবস পালিত

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
” আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূযোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল, র‌্যালী, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা।
সোমবার (১৪অক্টোবর) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর উপস্থিতিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা “মুক্তিপরিষদ” এর সহযোগীতায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তালা উপ- শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর তালা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল হান্নান এর নেতৃত্বে ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প অফিস, মুক্তি পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরস্কার বিতরণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ