শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

আরো খবর

একাত্তর প্রতিবেদক
বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রতিমা স্থাপনের মাধ্যমে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ^বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বেলা ১১টায় সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, ‘সরস্বতী হলো বিদ্যার দেবী। করোনার মধ্যেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি। এরমধ্যেও আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাপত্র প্রকাশ প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যবিপ্রবি জ্ঞান-বিজ্ঞান গবেষণায় আরও অগ্রগামী হয়েছে। আপনারা বিদ্যার দেবীর কাছে আজকে এই প্রার্থনা করুন যেন, যবিপ্রবি শুধু বাংলাদেশে নয় বিশে^র বুকে একটি গবেষণা বিশ^বিদ্যালয় হিসেবে আলাদাভাবে স্থান করে নেয়।’ তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ^বিদ্যালয় তার অসাম্প্রদায়িক চরিত্র ধরে রেখেছে। আগামীতেও সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহাবস্থান বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। করোনা অতিমারীর সময়ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবি উপাচার্য।
যবিপ্রবি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব কিশোর কুমার সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জ., পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ^াস, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সমীরণ মন্ডল, দীপা রায় প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরী।
সরস্বতীর পূজা উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিমপাশে প্যান্ডেল করে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। সকাল ছয়টার দিকে প্যান্ডেল স্থলে সরস্বতীর প্রতিমা আনা হয়। সকাল নয়টা ১০ মিনিটে প্রতিমা স্থাপন করা হয়। সকাল ১০টা ১০ মিনিট থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিশ^জুড়ে করোনা মহামারীর কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এবারের সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা পালন করা হয়। তারপরেও ধীরে ধীরে সকল মত-পথের লোকজনের সমাগমে পূজা প্রাঙ্গণ পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ