সমীর রায়, আশাশুনি : আশাশুনি টু বড়দল সড়কে বাস চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ভ্যান চালক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ভ্যানচালক সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু।
আশাশুনিত বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্সের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে ভ্যান চালকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক খোকন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, জামায়াত নেতা বেলাল হোসেন। এছাড়া চাপড়া স্ট্যান্ড ভ্যান চালক সমিতির সভাপতি আহসান উল্লাহ, গোয়ালডাঙ্গা সমিতির সহ-সভাপতি আল মাহমুদ টেক্কা।
বক্তারা বলেন, আশাশুনি বাসস্ট্যান্ড থেকে প্রায় সহস্রাধিক ইঞ্জিন ভ্যান চালক বড়দল, খাজরা, আনুলিয়া, শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে যাত্রী সেবা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যে বাসমালিক সমিতির হাজার হাজার ভ্যান চালক, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের কথা বিবেচনা না করে আশাশুনি থেকে বড়দল বাজারে বাস নামিয়েছে।
এতে আমরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। তাই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোসতাক আহমেদ কাছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এই সড়কে বাস চলাচল বন্ধের দাবি জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশ শেষে ৫৭৫ জন ভ্যান চালকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের কাছে প্রদান করা হয়।

