বেনাপোল প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গের বৃহৎ স্থলবন্দর পেট্টাপোলে প্যাসেজ্ঞার টার্মিনাল উদ্বোধেেনর লক্ষে ২৪অক্টোম্বর আসছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিতশাহ। এ উপলক্ষে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
অপরদিকে টানা ৪দিন দু দেশের বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর বন্দর দিযে আমদানি রফতানি বানিজ্য বন্ধের নির্দেশনা দিয়েছেন ভারতের সংশ্লিষ্ট দফতর এ বিষয়ে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষকে চিঠিদিয়ে অবগত করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর সহকারি পরিচালক রতন কাজি।
বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর সংশ্লিষ্টরা জানান আগামী ২১অক্টোম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৪দিন আমদানি রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষসহ আমদানি রফতানির সাথে সংশ্লিষ্টরা। পেট্টাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্ভোধন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরেএ ধরনের বন্ধ থাকবে বলে জানান তারা।
এর ফলে দু দেশের আমদানি রফতানি বানিজ্যে বিরুপ প্রভাব পড়বে বলে জানান বন্দর ব্যাবহারাারীরা।তবে বেনাপোল পেট্টাপোল পোর্ট ব্যাবহারকারীদের যৌথ মিটিংয়ে২১ অক্টোম্বর সিমিত পরিসরে আমদানি রফতানি বানিজ্য সচল থাকবে বলে জানান তারা। ২৬ অক্টোবর থেকে আমদানি রফতানি সচল হবে বলে জানান বন্দর ব্যাবহারকারীরা।
কেন্দ্রীয স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনে ৪দিন ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একারণ আজ শনিবার ও আগামীকাল রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমদানি রপ্তানি বাণিজ্য চালু থাকবে বলে জানিয়েছেন ভারতের ব্যাবসায়ি নেতারা।

