শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সিঁধ কেটে  শিক্ষিকাকে হত্য, স্বর্ণালংকারসহ মালামাল লুট

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী মন্ডলকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সবিতা চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে সবিতা রানী মন্ডল ঘরে বসে ল্যাপটপে বিদ্যালয়ের কাজ করছিলেন। তাঁর স্বামী পাশের ঘরে ছিলেন। অনেক রাত হয়ে গেলে সবিতার কোনো সাড়া না পেয়ে পরিতোষ মন্ডল তাঁকে ডাকতে এসে দেখেন ঘরের ভিতর থেকে দরজা লাগানো। পরে অন্যদের ডেকে এনে দরজা ভেঙ্গে দেখতে পান সবিতার হাত-পা বাঁধা, গলায় গামছা পেচানো এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে রয়েছেন।

 

সোমবার (২১ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘরের পেছন দিকে সিঁধ কাটা দেখতে পায়। তবে ধারণা করা যাচ্ছে সিঁদ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
পরিবারের ধারণা, চোরেরা রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢোকে। এরপর সবিতার গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করে ল্যাপটপ, স্বর্ণালংকার এবং টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে নেয়। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চুরি করার জন্য সিঁধকেট ঘরে ঢুকে তাঁকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ