শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে র‌্যাব ০২ মেট্রিক টন চিংড়ি মাছ জব্দ পর ধ্বংস আড়াই লক্ষ জরিমানা আদায়

আরো খবর

একাত্তর ডেস্ক

যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে ০৩ টি ট্রাক ভর্তি চিংড়ি মাছ খুলনা জেলার ডুমুরিয়া হতে যশোর টু মাগুরা হাইওয়ে রাস্তা হয়ে ঢাকার কাওরান বাজারে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা গতকাল রাত ১২ টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-৩, এবং যশোর জেলা মৎস পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার এর সমন্বয়ে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যশোর টু মাগুরা হাউওয়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ০৩ টি ট্রাক থামিয়ে, ট্রাকে ভর্তি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করেছে কিনা তা চেক করা হয়। তিনটি ট্রাকের ৬৩ টি ককসিট বা ক্যারেট ভর্তি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ মৎস কর্মকর্তার সম্মুখে ধ্বংস করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ