বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা৷ উপজেলার বাগাচড়া এলাকায় যশোর র্যাব-৬ এর চৌকসদল অভিযান চালিয়ে আনুমানিক ০৪ লক্ষ টাকা মূল্যমানের একশত আঠাশ (১২৮) বোতল ফেন্সিডিলসহ মেহেদী জুয়েল ও সাকিব হোসেন নামে ৩ মাদক চোরাচালানীকে আটক করেছে।
আটককৃত মেহেদী মেহেরপুরের হাবিবুর রহমানের ছেলে।জুয়েল শার্শা অগ্রভুলোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। রাসেল হোসেন খড়ডাঙ্গার মোস্তাফিজুর রহমানের ছেলে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইং লেঃ মোঃ রাসেল জানান,গোপনসুত্রে জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
এ ধরনের খবরে মঙ্গলবার রাতে একটি আভিযানিক দল শার্শার বাগআচড়া বসতপুর মাঠপাড়ায় অভিযান চালায়। এসময ক্রয়-বিক্রয়ের জন্য ভারত থেকে আসা মজুদ করা ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তাদের কাছে থাকা বাজারের ব্যাগের মধ্য হইতে মোট ১২৮ (একশত আঠাশ) বোতল ফেনসিডিল ও ০৪ (চার) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার টাকা মাত্র)।
র্যাব-কর্মকর্তা আরো জানান এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন নাগরিকের নিরাপত্তা অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা. জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সর্বদা সচেষ্ট রয়েছে এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে পরস্পরের সহযোগীতায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিযে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

