কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বিনামুল্যে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে শীতকালীন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণদনা বিতরণ করা হয়েছে।বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি বিভাগ এ উপকরণ বিতরণের আয়োজন করে।
সেসময় ২ হাজার ৯শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারীর আবাদে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

