শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মাদ্রাসার টাকা সুদে খাটানোর অভিযোগ সাবেক সভাপতি মহসীন ও সুপারের বিরুদ্ধে

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মৃর্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গোপনে গঠন ও মাদ্রাসার তহবিল থেকে ৪(চার) লক্ষ টাকা সুদে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে মৃর্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গোপনে গঠন করা হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেনকে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়য়ে আলমগীর হোসেন কিছুই জানেন না।

নির্বাচনী বিষয় পত্রিকায় নির্বাচনী তফসিল প্রকাশ করার কথা এবং শ্রেণী কক্ষে নোটিশ ঘোষণা করার নিয়ম রয়েছে। কিন্তু মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান কোনো কিছু না করে তার পছন্দের লোকদের নিয়ে গোপনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করে অনুমোদন চেয়েছে।
যার কারণে এলাকা বাসীর মাঝে দারুণ ক্ষোভের সঞ্চার হয়েছে। এ কারণে এলাকা বাসীর পক্ষে সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন খাঁন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সরজমিনে প্রতিষ্ঠানে গেলে, প্রধান শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত থাকায় কথা হয় সহ-সুপার হাফেজ মাও ফারুক হোসেন সহ অন্য শিক্ষকরা বলেন, আগামী ৭ নভেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পর্কে আমরা কিছুই জানিনা। সুপার তার নিজের মতো করে এই ম্যানেজিং কমিটি করছে বলে আমরা শুনেছি। প্রতিষ্ঠানের তহবিলে থাকা ৪ লক্ষ টাকা সুদে দেওয়া বিষয় জানতে চাইলে সহ সুপার সহ শিক্ষকরা বলেন, আমরা সকল শিক্ষকগন টাকা গুলো ব্যাংকে রাখার প্রস্তাবদি কিন্তু মাদ্রাসার সুপার এবং সাবেক সভাপতি মহাসিন কবির যোগসূত্রে ঔ ৪( চার) লক্ষ টাকা অধিক মুনাফার আশায় আখতারুজ্জামান মধুকে দেয়। এবং আরো বলেন আখতারুজ্জামান মধু- ৪ চার লক্ষ টাকার মাসে যে সুদ আসে, সেই সুদের টাকা তিন থেকে চার বার দিয়েছে বলে সুপার সাহেব আমাদেরকে বলছিলেন। এখন শুনতেছি আখতারুজ্জামান মধু প্রতিষ্ঠানের মূল টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।

এবিষয়ে মৃর্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান বলেন এখন কেউ আর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হতে চায়না। তাই গোপনে কমিটি গঠন করতে হয়েছে। প্রতিষ্ঠানের চার লক্ষ টাকা আমার কাছ থেকে জোর করে সাবেক সভাপতি মহসিন কবির টাকা গুলো মধু নামে এক ব্যক্তির কাছে দিয়েছে। সুদে দিয়েছে কি পাওয়া পরিশোধ করেছে, এটা আমি জানি না। এই বলে ফোন কেটে দেয়।

সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন বলেন কোন প্রকার দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। আমি দুর্নীতি মুক্ত করতে চাই ইউনিয়নকে আপনার সহযোগিতা করবেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন মৃর্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গোপনে গঠন করা হয়েছে বলে এক লিখিত অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার সুপারকে তাঁর দপ্তরে স্বাক্ষাতের জন্য নোটিশ করা হয়েছে। তার পর প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ