শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু 

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে হুসাইন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে শহরের পারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হুসাইন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার আব্দুর রহমানের ছেলে। আব্দুর রহমান চৌগাছা শহরের পারবাজার এলাকায় ইউসুফ আলী মৃধার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি একটা বেকারিতে শ্রমিকের কাজ করেন।

মৃত হুসাইনের  খালু খলিলুর রহমান ও প্রতিবেশী রাব্বিসহ কয়েকজন জানান, হুসাইন দুপুর ১ টার দিকে কপোতাক্ষ নদের ব্রীজ ঘাট এলাকায় খেলা করছিল। কিছুক্ষণ পরে দেখে হুসাইন নেই।  এবং নদের পানিতে বুদ বুদ উঠছে।  তখন তারা পানিতে নেমে রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন বলেন শিশুটি হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এস আই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ