শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সন্ধ্যা রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর শহরতলী খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক সেনেটারি ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, নিহত সজলের খোলাডাঙ্গা এলাকায় তার একটি দোকান রয়েছে। সন্ধ্যা সাতটা দশ মিনিটে সার গোডাউনের পিছনে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় একদল অজ্ঞত সন্ত্রাসী তাকে গতিরোধ করে এলোপাতাড়ি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের ডাক্তার সাকিব মোহাম্মদ আল হাসান জানান,মৃতের শরীরে কমপক্ষে১০ স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

অপর একটি সূত্র জানায়,খোলাডাঙ্গা রেললাইনের পাশে এলাকায় একটি জমি নিয়ে স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সাথে তার বিরোধ চলছিল। ঘোড়া কামরুল গং তাকে হত্যা করতে পারে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, হত্যাকান্ডের ঘটনা শুনে তিনি ঘটনা স্থলপরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ডিবির একটি টিম আসামিদের আটকে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধী জেরে এ হত্যাকাণ্ড। তবে পুলিশ বিভিন্ন বিষয় থেকে তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বশেষ