শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ট্রাম্প কবে মার্কিন প্রেসিডেন্ট পদে বসবেন

আরো খবর

একাত্তর ডেস্ক: প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ডেমোক্র্যাট কমলা হ্যারিসের সঙ্গে এ প্রতিদ্বন্দ্বিতায় শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তবে রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত করেছেন।

ট্রাম্প হবেন গত ১৩০ বছরের মধ্যে প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি ফের ক্ষমতায় ফিরছেন।
একই সঙ্গে ৭৮ বছর বয়সে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে সর্বকালের সবচেয়ে বয়স্ক নির্বাচিত ব্যক্তি।

চূড়ান্ত ফল কবে নিশ্চিত হবে?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের মতো বিশ্বনেতারা ট্রাম্পকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে ফল নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা ছিল।
কিন্তু নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিনে প্রত্যাশার চেয়ে দ্রুত জয় লাভ এবং অন্যান্য রিপাবলিকান রাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ট্রাম্প প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ