শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, আজারুল ইসলাম গাজী, নজরুল ইসলাম ও নাজমুল হুসাইন, সহকারী শিক্ষক রনজিৎ, মনজুর হোসাইন, সুমিত বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর এক ছাত্রদল নেতার নেতৃত্বে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন

সর্বশেষ