শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে  সচেতনতামূলক সভা 

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর থানা পুলিশের উদ্যোগে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন কেশবপুর থানার পুলিশ উপপরিদর্শক লিটন দাস।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। সকলকে বাল্যবিবাহকে না বলতে হবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। বাল্যবিবাহ মেয়েদের শৈশব কেড়ে নেয় এবং শারীরিক ও মানসিক সুস্থতা ঝুঁকির মুখে ফেলে। যে মেয়েরা ১৮ বছরের আগে বিয়ে করে তাদের জীবনের ঝুঁকির আশঙ্কা সব থেকে বেশি। নিজেদের নেতৃত্ববোধ ও দায়িত্ববোধ গড়ে উঠলে এবং সকলেই প্রতিবাদের সাহসী ভূমিকা পালন করলে সমাজের বাল্যবিবাহ অনেকটা কমে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, সহকারি শিক্ষক খায়রুল বাশার, মোঃ সালাউদ্দিন প্রমূখ।

আরো পড়ুন

সর্বশেষ