নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন যশোরের বেনাপোল থানার পুটখালী গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ ইমরান আলী(২৪) এবং একই গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ উজ্জল হোসেন(২৬)।
মঙ্গলবার রাত সাড় ১০টার দিকে নড়াইল পৌরসভার হাতির বাগান এলাকার নতুন বাসস্ট্যান্ড হতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

