কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুরে সরকারী জমির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ব্যাবস্থা নিতে এলাকাবাসি গতকাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত গন পিটিশন করেছেন।
গণপিটিশন সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল ও মূলগ্রামের পার্শ্ববর্তী নেংটাখালী নামকস্থানে শ্মশানের সরকারী খাস জমিতে কিছু বড়গাছ রয়েছে। উক্ত গাছের মধ্যে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মেহগনী গাছ কোমরপোল গ্রামের পলাশ, জীবন, বাদল ও বিধান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে তদন্তপূর্বক আইনানুক ব্যাবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বরাবর এলাকাবাসি লিখিত গণপিটিশন করেছেন।
একাত্তর/কামাল
