বেনাপোল প্রতিনিধি
করোনার কারনে সিমিত পরিসরেও উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে বেনাপোল পাঠাবাড়ী আশ্রমে হিন্দু সম্প্রদায় বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হচ্ছে। অজ্ঞলি ভোগসহ বিভিন্ন আনুষ্টানিকতায় পালিত হয় পূজা। আশ্রম প্রাজ্ঞনে বসে মেলা। ভক্ত ও দর্শনাখীদের আগমনে মিলন মেলায় রুপ নেয়।
হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষ দেবী সরস্বতী মাকে বিদ্যা দেবী হিসেবে বিশ্বাস করেন। তাই তারা প্রাচীন কাল থেকেই দেবী সরস্বতী মায়ের পূজার আয়োজন করে থাকেন দেবী সরস্বতী পূজা অঞ্জলির শেষে ফল প্রসাদ বিতরন করার মধ্যে দিয়ে পুজার কার্য সম্পন্ন হয়। এদিকে
বিদ্যার দেবী স্বরসতিপুজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকলেও দু পারের ব্যাবসায়িদের-সু সম্পর্কের কারনে সোমবার সিমিত আকারে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানী রফতানি বানিজ্য সচল রয়েছে।সকাল থেকে শতাধিক ট্রাক পন্য আমদানি রফতানি হয়েছে।খালি ট্রাক ফিরে গেছে ১৩৬টি। পাসপোর্ট যাত্রীচলাচল রয়েছে স্বাভাবিক। বন্দর গোডাউনে চলছে লোড আনলোড।
করোনার সময়ে ক্ষতি পুষিয়ে নিতে সহ পচনশীল পন্যের কথা মাথায় রেখে রবিবার সীমান্ত এলাকায় বৈঠকে বসে ব্যাবসায়িরা। উভয়ের মতামতের ভিত্তিতে আমদানি রফতানি সচল রাখা হয় বলে জানান সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান।
বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে সরকারি ছুটি থাকলেও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি সহ পন্য পরিবহন চালু রয়েছে।পোর্ট ও কাষ্টম রয়েছে খোলা। বন্দর গ্ডোাউন চলছে লোড আনলোড। মঙ্গলবার পুরোদমে চলবে কার্য্যক্রম।
