কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পাজিয়া- কলাগাছি সড়কের তিনটি স্থানে জলাবদ্ধতায় রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুরের পাঁজিয়া সড়কের হারেস খান এর ইট ভাটা সংলগ্ন , মাগুরাডাঙ্গা, ব্রহ্মকাটি ঋষিপাড়া ও ব্যাসডাঙ্গা মোড় নামক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন ও ছোট ছোট যানবাহন ভ্যান বাইসাইকেল সহ জনসাধারণের চলাচলের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে বড় বড় যানবাহন, স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি , বেসরকারি চাকরিজীবীরা প্রতিনিয়ত চলাচল করছে। এ ছাড়া এ অঞ্চলে কৃষি পণ্য ব্যবহারে ও কাঁচামাল পরিবহন খরচ ব্যাপক বুদ্ধি পাচ্ছে।
কেশবপুর ও মনিরামপুরের প্রায় দশটি ইউনিয়নের হাজার হাজার মানুষ কেশবপুরে বিভিন্ন কাজে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
কেশবপুরের ৭ নম্বর পাজিয়া ইউনিয়ন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়ন, মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন, মনোহরপুর ইউনিয়ন,কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নসহ এ অঞ্চলের মানুষ চলাচলে খুবই দূভোগ পোহাতে হচ্ছে। পাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, কেশবপুরের পাজিয়া কলাগাছি সড়কটি দ্রুত সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কেশবপুর উপজেলা প্রকৌশলী জনাব নাজিবুল হক বলেন, রাস্তাটি সংস্কারের কাজ কলাগাছি থেকে শুরু হয়েছে এবং এ কাজটি চলমান রয়েছে । জলাবদ্ধতার কারণে হঠাৎ রাস্তাটি ভেঙ্গে চুরে গর্তের সৃষ্টি হওয়ায় কেশবপুরের ভাঁটা মালিকরা গর্তগুলো ভরাটের জন্য সাময়িক কিছু খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিতে চেয়েছেন।

