শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর সরকারি সিটি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সরকারি সিটি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন  যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ প্রফেসর খন্দোকার এহসানুল কবীর, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম,সরকারি এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: মোকাররম হোসেন, প্রফেসর আব্দুল কাদের,সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান, , প্রফেসর ড.খসরুজ্জামান, সহকারী অধ্যাপক মো: আসাদুজ্জামান প্রফেসর মোঃ শাহিনুর প্রমুখ।

উল্লেখ্য প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা বিগত সরকারের আস্থাভাজন না হওয়ায় ২০০৯  সালে পদোন্নতি হলেও তাকে যশোর শিক্ষা বোর্ডে যোগদান করতে দেওয়া হয়নি।

এর আগে যশোর সরকারি সিটি কলেজের বিদায়ী অধ্যক্ষ ইয়ামিন আলীকে সংবর্ধনা জানানো হয়। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলম সাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২১ নভেম্বর জারি হয়।

গত রোববার নতুন অধ্যক্ষ হিসেবে যশোর সিটি কলেজে যোগদান করেছেন প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা।

আরো পড়ুন

সর্বশেষ