নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার স্থানীয় ডা. আব্দুর রাজ্জাক কলেজ থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের শিপন হোসেন রাসেল (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গৌরজরিনা গ্রামের সামিউল হক (৩০) ও নেত্রকোনা জেলা সাদরের দূর্গাশ্রম গ্রামের সরোয়ার হোসেন (২৮)।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা ছিল। যশোর শহরের আব্দুর রাজ্জাক কলেজে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল।
পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রকৃত পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে সামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সারোয়ার হোসেন। এ সময় তিনজনকে আটক করা হয়।

