যশোরের চৌগাছায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী সেলিম রেজা (৩৮) আটক করেছেন যশোর আর্মি ক্যাম্প টহল দল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে আর্মির বিশেষ টহল টিম অভিযান চালিয়ে তার ডেরা থেকে তাকে আটক করেন। আটক সন্ত্রাসী সেলিম রেজা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শামসুল রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলেরহাট হতে মেজর সঞ্চয়ননের নেতৃত্বে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী সেলিম রেজাকে তার ডেরা আনোয়ার হোসেনের পুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়।
অতিসম্প্রতি সন্ত্রাসী সেলিম রেজার বিরুদ্ধে জনৈক ব্যক্তি সেলিমের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ করলে তার হুমকির মুখে সে অভিযোগ তুলে নিতে বাধ্য হয়।
চৌগাছা থানার ওসি পায়েল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

