নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নড়াইল কেন্দ্রীয় টাউন কালী বাড়ী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মি সমাবেশে মিলন কুমার ঘোষের সঞ্চালনায় ও কল্যাণ মুখার্জীর সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,নড়াইল জেলা শাখার কর্মী সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন,নড়াইল জেলা বি এন পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এসময় কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এন তরুন দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুপক সিংহ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অশোক কুন্ডু,সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার।
এসময় কর্মি সমাবেশে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বি এন পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মো: মনিরুল ইসলাম,জেলা বি এন পির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলী হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজসহ আরো অনেকে।

