পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
সরকারী কর্মকর্তাদের সবাই সবাইকে সমন্বয় করে জনগণের বেশি বেশি করে সেবা দেয়ার আহ্বান জানান খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি পাইকগাছা উপজেলা সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ- বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত -বিন-রফিক, জনপ্রতিনিধিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গনমাধ্যম কর্মীদের মধ্যে পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম,ওসি শবজেল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম সিদ্দিকুর রহমান সহ উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পূর্বে পাইকগাছা পৌরসভা ভবনে জান, সেখানে পৌরসভার কার্যক্রম তদারকি করেন।

