শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 ভারত পাচারকালে  শার্শা  সীমান্ত থেকে ২তরুনী আটক

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
ভালো কাজের প্রলোভনে মিথ্যা আশ্ব্সে অবৈধভাবে ভারত যাওয়ার সময় যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে বাংলাদেশী ২ তরুনীকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন,নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম  ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস ।
অবৈধ ভাবে  ভারতে ঢোকার চেষ্টার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
বুধবার সকালে শার্শা উপজেলার   কায়বা রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।
মিজানুর রহমান,ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়।
আটক কৃতদেরকে অবৈধভাবে সিমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে  জানান  বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ