কেশবপুর প্রতিনিধি:কেশবপুরের পল্লীতে দু’পক্ষের তমুল সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সুফলাকাটি ইউনিয়ন বিএনপি’র দাবির মুখে একমাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান পরিষদে তার কার্যক্রম থেকে বিরত থাকেন। তিনি উপজেলা মৎস লীগের সভাপতি । বুধবার বিকাল ৪টার দিকে তিনি লোকজন নিয়ে পরিষদে প্রবেশকরেন। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকদের ভিতরে সংঘর্ষ বেধে যায়।
এক পর্যায়ে চেয়ারম্যান সমর্থকদের হাতে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় চার পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায় এবং ৫টি বোমাবিস্ফোরণের ঘটনা ঘটে। চেয়ারম্যান গ্রুপের হামলায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আফসার আলী মোড়ল,সাধারণ সম্পাদক তহিদুর রহমান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ গাজী, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ গাজী ,রোজিনা বেগম, তার স্বামী শফি সরদ্দার,আব্দুল মান্নান মোড়ল গুরুতর আহত হয়। তাদেরকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

