শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সাংবাদিকসহ  আ’লীগের ১৮ নেতাকর্মী কারাগারে 

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, জিটিভি’র নড়াইল জেলা প্রতিনিধি  মির্জা মাহমুদ হোসেন রন্টুসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক মোঃ হাদিউজ্জামান শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ১৯ নভেম্বর আসামিরা মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট জামিন মঞ্জুর করে দরখাস্তকারী আসামীদের ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পন করার নির্দেশ প্রদান করেন।

 

গত ৪ আগষ্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত  জিয়ার ১১৬/২৪ (নড়াইল) মামলার আসামি ছিলেন তারা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র-জনতাকে খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে এজাহারে দাবী করা হয়। ঘটনা

উল্লেখ করে ৯০ জনকে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

আরো পড়ুন

সর্বশেষ