শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিরিয়ার অন্তর্বর্তী সরকারে বিদ্রোহী নেতারা, ১৪ মন্ত্রীই শারার ঘনিষ্ঠ

আরো খবর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের প্রায় দুই সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার গঠনে তৎপরতা শুরু করেছেন বিদ্রোহী গ্রুপ এইচটিএসের প্রধান আল-শারা। এরইমধ্যে প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এইচটিএসের দুই কমান্ডারের নাম ঘোষণা করেছেন তিনি। খবর রয়টার্সের।

গতকাল শনিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল-সিবানির আর প্রতিরক্ষামন্ত্রী পদে মুরহাফ আবু কাসরার নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন জেনারেল কমান্ড। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) জ্যেষ্ঠ নেতা আবু কাসরা। এই গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীদের জোট হয়েছে। আর তাদের হাতে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন হয়।

আল-জাজিরা জানিয়েছে, মুরহাফ আবু কাসরা ও আসাদ হাসান আল-সিবানি বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধান আহমেদ হুসাইন আল-শারার ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। তাদের নিয়োগের কারণে প্রশ্ন উঠেছে, এইচটিএস সিরিয়ার সরকার গড়েছে, নাকি তাদের নিজস্ব সরকার গঠন করেছে।

দামেস্ক থেকে আল-জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানিয়েছেন, ‘সিরিয়ার অন্তর্বর্তী সরকারে নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই আহমেদ হুসাইন আল-শারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু।’ যদিও এ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্ব মিডিয়া বলছে, এখন কার্যত এইচটিএসের প্রধান আহমেদ হুসাইন আল-শারার হাতে সিরিয়ার শাসনভার। দেশটির ‘ডি ফ্যাক্টো’ শাসক বলা হচ্ছে তাকে। বাশার আল-আসাদের পলায়ন ও ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সরাসরি যুক্ত আছেন। দেশটিতে জাতিসংঘের প্রতিনিধিদল ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের স্বাগত জানিয়েছেন তিনি।

-বিডি-প্রতিদিন

আরো পড়ুন

সর্বশেষ