শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ছোট ভাইয়ের প্রতি এ কেমন বর্বতা

আরো খবর

বিশেষ প্রতিনিধি: যশোরে এক ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের চরম অমানবিকতার অভিযোগ উঠেছে।ছোট ভাইয়ের পৈত্রিক বাড়ির জমি জবর দখল করে রাতের আধারে বাড়ি নির্মাণ করছেন সেই বড় ভাই। বাধা দিতে গেলে ছোট ভাইকে মার পিট এবং গুলি করে জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে। এব্যাপারে থানায় সাধারণ ডায়রিসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও কার্যত কোন প্রতিকার মেলেনি।

কোতয়ালী থানায় দায়ের করা ডায়রি সুত্রে জানা গেছে, যশোর শহরের বরান্দীপাড়া খালধার রোডের বাসিন্দা নুর ইসলাম শিপনকে তার মা নুরজাহান বেগম ৪.৭৫ শতক জমি রেজিস্ট্রি দান পত্র করে দেন। কিন্তু প্রিন্ট পর্চায় তার নামে ভুলবশত ৪.৪০ রেকর্ডভুক্ত হয়। দলিল মোতাবেক তার জমি .৩৫ কম হওয়ায় তিনি আদালতে দেওয়ানী বন্টন নামা মামলা দায়ের করেন। যা বিচারাধীন রয়েছে।

 

 

এদিকে ছোট ভাইকে ফাঁকি দিয়ে তার ইমিডিয়েট বড়ভাই মনিরুজ্জামান মনি প্রায় এক শতক জমি জবর দখল করে নেয় এবং সেখানে এখন তিনতলা ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তিনি তা মানছেন না। গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে মনিরুজ্জামান মনির অবৈধ ভবন নির্মাণ কাজে বাধা দিতে গেলে মনি দলবল নিয়ে শিপনের ওপর হামলা করে। এসময় তারা শিপনকে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি আঘাত করে এবং তারা বলে ফের এখানে বাধা দিতে আসলে ”তোকে গুলি করে হত্যা করব”। তাদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন শিপন ও তার পরিবারের সদস্যরা।

নুর ইসলাম শিপনের আদালতের নালিশি জমির ব্যাপারে অতি সম্প্রতি একটি সরেজমিন প্রতিবেদন দিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)। প্রতিবেদনে বলা হয়েছে ৯১ নং বারান্দী মৌজার আর এস২১৩৬ নং খতিয়ানে ৯৪৪৯ দাগে ৪.৪০ শতক সম্পত্তির রেকর্ডীয় মালিক নুর ইসলাম শিপন। কিন্ত তার বর্তমানে দখলে আছে ৩.৮০ শতক জমি।তাঁর নামে রেকডীয় অবশিষ্ট সম্পত্তি বিবাদী মনিরুজ্জামন মনি অতিরিক্ত জবর দখল করেছেন। প্রতিবেদনে আরো বলা হয় বিজ্ঞ আদালতের নির্দেশনা ব্যতিত কোন পক্ষ এককভাবে কোন প্রকার কার্যক্রম গ্রহণ করলে নালিশী সম্পত্তি নিয়ে শান্তি শৃংখলা ভঙ্গের আশংকা রয়েছে। কিন্ত কোন কিছুই মানছেন না মনিরুজ্জামান মনি।

এব্যাপারে নুরইসলাম শিপন বলেন,সকল প্রকার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আপন মায়ের পেটের ভাই আমাকে ঠকিয়ে আমার ন্যায্য সম্পত্তি জবর দখল করার জন্য এখন বিগ মিশন নিয়ে মাঠে নেমেছে। এই মিশনে তারা আমাকে হত্যাসহ পরিবারের ক্ষয়ক্ষতি করতে পারে। এব্যাপারে তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

 

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ