শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে টাস্কফোর্সের  অভিযানে ২০ লাখ টাকার ভারতীয পণ্য জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল সীমান্তে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২০ লাখ টাকা মুল্যের বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ী এবং কসমেটিক্সসহ একাধিক পন্য জব্দ করা হয়েছে।
 যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান বেনাপোল  রেলস্টেশন এবং সাদিপুর মোড়ে  কতিপয় অসাধু ব্যবসায়ীরা ভারতীয় শাড়ী, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী মজুদ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল বলে জানতে পারেন তারা। এছাড়াও  বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় যশোর জেলার, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
এরই প্রেক্ষিতে রবিবার সন্ধায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) উপ-অধিনায়ক,ফারজিন ফাহিমসহ ৩০ জন বিজিবি সদস্য, শার্শা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা,নুসরাত ইয়াসমিন, এবং ওসি  রাসেল মিয়া ১০ জন পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বেনাপোল রেলস্টেশন এবং সাদিপুর বাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান  পরিচালনা করে  শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ভারতীয় ৩৯ টি শাড়ী, ৮৯টি লেডিস চাদর, ১৫টি থ্রীপিচ, ২০টি কম্বল এবং ২১৬১ টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য বিশ লক্ষ পাঁচ হাজার আটশত বিশ টাকা।
টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে। বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ