মো:রফিকুল ইসলাম,নড়াইল:
নড়াইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। হামলাকারীদের ছুরিরআঘাতে তার হাত-পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বেড়িয়ে গেছে ও পা এর রগ কেটে গেছে। প্রচন্ড রক্তক্ষরণের কারণে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (৩০ ডিসেম্বর) জরুরী কাজের জন্য তিনি গ্রামের বাড়ি লোহাগড়ায় গিয়েছিলেন,সেখান থেকে ফেরার পথে রাত ১১:৩০ মিনিটের সময় নড়াইল শেখ রাসেল সেতুতে পৌঁছালে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা, এতে প্রচন্ড রক্তক্ষরণ হয় পাশাপাশি তার নাড়ি বেরিয়ে আসে ও পা এর রগ কেটে যায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

