শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শ্রেষ্ঠ শিক্ষক অভয়নগরের ফারুক আহমেদ

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
উপজেলা পর্যায় পার হয়ে যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সোমবার জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০০৯ ও ২০১০ সালে বেসরকারিভাবে এবং ২০১৯সালে সরকারিভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাকতা পেশায় তিনি বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র তৈরী, মডারেটর ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব পালনসহ বাউবি’র এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি কম্পিউটার শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলেন।

 

একাত্তর / কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ