শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে সমাজ এগোতে পারে না-বেনজীন খান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” এই স্লোগান বুকে ধারণ করে শিক্ষাবিদ আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় গঠিত হয় ‘মুসলিম সাহিত্য সমাজ’।

ঊনিশ শতকের শুরুতে বাংলায় আধুনিক শিক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তুলতে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের পথিকৃৎ আবুল হুসেনের ১২৯তম আবির্ভাব দিবসে গতকাল আলোচকরা বলেন, ‘প্রকৃত প্রস্তাবে আমরা আজও সেই তিমিরেই পড়ে আছি।’

গতকাল প্রাচ্যসংঘে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্থনীতির শিক্ষক আবুল হুসেন যে প্রত্যয় নিয়ে সে দিন শিক্ষকতার পাশাপাশি ছাত্র-শিক্ষকের সম্মিলনে ঢাকায় গড়ে তোলেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো সে তাগিদ প্রাসঙ্গিক। বুদ্ধির মুক্তি বা মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে কোনো সমাজ এগোতে পারে না।

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে ১৮৯৬ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণকারী এই মহান পুরুষের জন্মবার্ষিকীতে প্রাচ্যসংঘ আয়োজিত আবুল হুসেনের জীবন ও কর্মের উপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ