শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ পৌরসভায় টিসিবি-র পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

আরো খবর

মোঃ সোহাগ , কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ৭ ডিসেম্বর (মঙ্গলবার) ৬টি স্থানে ৬ জন ডিলার সর্বমোট ৫২৮৮টি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করার কথা থাকলেও তা সঠিকভাবে করা হয়নি। সব স্থানে এ পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
মূলত অব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার অভাবেই সঠিকভাবে পণ্য বিতরণ করা সম্ভব হয়নি। যেকারণে পৌরসভা কর্তৃক প্রদত্ত টিসিবির কার্ড থাকা সত্ত্বেও প্রায় ৫০০ উপকারভোগী পাননি কোন পণ্য। এনিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের ভূষণ রোডে মেসার্স মন্ডল ট্রেড ইন্টারন্যাশনাল নামক ডিলার ৮৮৫, মেসার্স সায়রা এন্টারপ্রাইজ আড়পাড়া শোয়াইবনগর মাদ্রাসায় ৮৮৫, মেসার্স সম্রাট ট্রেডার্স চাপালীতে ৮৬৩, মেসার্স নিউ এস ব্রাদার্স রাসেল ষ্টেডিয়ামে ৮৮৫, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ পৌর অডিটরিয়ামে ৮৮৫ এবং মেসার্স শেরে বাংলা বিপনী ফয়লায় ৮৮৫ সর্বমোট ৫২৮৮ জন উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করে।
এর মধ্যে মেসার্স সায়রা এন্টারপ্রাইজ আড়পাড়া শোয়াইবনগর মাদ্রাসায় ২২৫ জন, মেসার্স সম্রাট ট্রেডার্স চাপালীতে ৪৩ জন, শেরে বাংলা বিপনী ফয়লায় ৮৩ জনসহ অনেক কার্ডধারী উপকারভোগী কার্ড থাকা সত্ত্বেও পণ্য পাননি বলে অভিযোগ করেন। সমিরন বিবি নামক একজন কার্ডধারী উপকারভোগী জানান, আমার কার্ড থাকা সত্ত্বেও আমি মাল পাইনি। টিসিবির মাল নিতে যেয়ে দেখি স্যারেরা একএক জনের তিনটে/চারটে করে দিয়ে দেচ্ছে। অনেকক্ষণ লাইনে দাড়িয়ে মাল না পেয়ে ফিরে আসলাম।
কার্ড থাকা সত্ত্বেও পণ্য না পাওয়ার কারণ জানতে মেসার্স সায়রা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ওবায়দুল হকের পক্ষে তার ভাই জানান, কোন মাল ফেরত আনা হয়নি। সব মাল বিক্রি করা হয়েছে। ট্যাগ অফিসার যেভাবেই নির্দেশ দিয়েছেন সেভাবেই মাল বিক্রি হয়েছে। তবে এনআইডির ফটোকপি নিয়ে অনেকের নিকট পণ্য বিক্রি করা হয়। এসময় কোন অনিয়ম হয়নি বলেও তিনি দাবী করেন।
টিসিবির পণ্য বিতরণে নানা অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, কিছুটা অব্যবস্থাপনা ছিল। একারণে ৬জন ডিলারকে ৮ জানুয়ারী সকাল ১০ টায় আমার কার্যালয়ে তলব করি এবং তাদের নিকট অব্যবস্থাপনা এবং অনিয়মের ব্যাপারটি জানতে চাই।
আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, কার্ডধারী উপকারভোগীদেরকে তাদের প্রাপ্য পণ্য কেনার সুযোগ করে দিতে হবে। অন্যথায় অনিয়মকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

আরো পড়ুন

সর্বশেষ