কেশবপুর,যশোর প্রতিনিধি:“আমরা মানুষের সেবা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মানবসেবা ও রক্তদান সংস্থার কমিটি গঠন ও দুস্থ অসহায় মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার(৮জানুয়ারী) বিকেলে কেশবপুরের সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে মানবসেবা ও রক্তদান সংস্থার পরিচালক জুবায়ের হাসান রাকিবের সভাপতিত্বে সিনিয়র-সহ পরিচালক হাসিব হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নতুন কমিটি ঘোষণা ও দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন মানবসেবা ও রক্তদান সংস্থার উপদেষ্টা প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু।
নবগঠিত কমিটির পরিচালক জুবায়ের হাসান রাকিব সিনি:সহ-পরিচালক হাসিব হুসাইন, সহ-পরিচালক আল-আমিন,সহপরিচালক তৌহিদুজ্জামান,সহ-পরিচালক তুহিন রেজা, সাংগঠনিক সম্পাদক জি এম রায়হান,দপ্তর সম্পাদক ওয়ালিউদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ হাদিউজ্জামান সহ ৪১ বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, আয়াতুল্লাল খমিনি, মাস্টার আব্দুর রাজ্জাক, হাফেজ আল আমিন প্রমুখ।

