বেনাপোল প্রতিনিধি :
হিউম্যান মেটোপনিউমো ভাইরাস(এইচএমপিভি) সংক্রমণ সনাক্ত হয়েছে প্রতিবেশি রাষ্ট্র ভারতে। নতুন ধাচের এই ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা যাত্রীদের ও ট্রাক ড্রাইভারদের প্রথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন মেডিকল টিমের সদস্যরা। করা হচ্ছে সতর্ক। দেওয়া হচ্ছে মাক্স।
চিন ও পার্শ্ববর্তী দেশ ভারতে এইচএমপিভি ভাইরাসটি সনাক্ত হওয়ায় সুরক্ষায় গত বৃহস্পতিবার থেকে টানা ৫দিন ইমিগ্রেশনের যাত্রীদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক ভাবে হ্যান্ড থার্মাল স্কাকার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ঠান্ডা জনিত রোগ জ্বর সর্দি ও কাশি আছে কিনা জিজ্ঞাসা করে দেওয়া হচ্ছে পরামর্শ। ৬ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে। মাস্ক পরাসহ সচেতনমূলক পরামর্শ দেয়া হচ্ছে যাত্রী ও চালকদের।
ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীরা বলেন নতুন এই ভাইরাস থেকে সু রক্ষায় বেনাপোলে স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও পরীক্ষায খুশি তারা। দেশেন মানুষের গনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন যাত্রীরা।
যাত্রীদের মাক্সপরিধানসহ পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মিরা। কোন সন্দেহজনক যাত্রী পেলে তাদেরকে হাসপাতালে পাঠানো সহ স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য সহকারি আসাদুজ্জামান আসাদ।
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯ বছর বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। ৪ বছরেরও বেশি সম বিস্তার করে করোনা ভাইরাস। এরপরই আবারো সনাক্ত হলো এইচএমপিভি।
মানুষের সহচার্যে ছড়ায ভাইরাসটি। এজন্যে মাস্ক পরা,নিরাপদ দূরত্বে অবস্থান,সর্দি,কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ।

