শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার অনলাইন রেজিষ্ট্রেশন কর্যক্রমের উদ্বোধন 

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে ও উপজেলার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার অনলাইন রেজিষ্ট্রেশন কর্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৪২ জন ছাত্রীর অনলাইন টিকার রেজিষ্ট্রেশন কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতাজ বেগম, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক, চিকিৎসক শাফিকুল ইসলাম,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  জয়নাল আবদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকি, কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ প্রজেক্ট ম্যানেজার বুলবুল আহম্মেদ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার নাজমুল হাসান, ইউনিয়ন ফ্যাসিলেটর আসাদুল ইসলাম, সরোজিৎ গায়েন, সুব্রত অধিকারী, সেচ্ছাসেবক দিল রওশন, রেহানা পারভিন, পিয়ারী আক্তার।
কার্যক্রমের প্রজেক্ট অফিসার নাজমুল হাসান জানান, সরকারী সিদ্ধান্তে ইতিমধ্যে দেশের স্কুল পর্যায়ের  শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন না করে টিকা গ্রহন করলেও তাদের টিকা সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে কোভিড-১৯  ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে সকল শিক্ষার্থীর অনলাইনে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করবে কেয়ার বাংলাদেশ।  উদ্বোধনের আগে উপজেলার গদাইপুর ইউপির মানিকতলা বাজারের পার্শে কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের কর্যক্রম সরেজমিনে স্বাস্থ্য শিক্ষা সেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সহ অনন্য অতিথিবৃন্দ।
একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ