শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইল সদর হাসপাতালে দুই মহিলা দালালকে জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক,  নড়াইল:
নড়াইল আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দুই মহিলা দালালকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সঞ্জয় ঘোষ।
সোমবার (২০ জানুয়ারী) দুপুরে হাসপাতাল থেকে লাবনী (৩০) ও কুলসুম (৪৫) নামে দুই দালালকে আটকের পর ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ায়ে ৬মাসের কারাদন্ডাদেশ দেন। পরে লাবনী ৫ হাজার টাকা ও কুলসুম ৪ হাজার টাকা দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আগামীতে আর দালালী করবে না বলে তারা অঙ্গীকার করেন।
এদিকে ভ্রাম্যমান আদালত হাসপতাল চত্বরে প্রবেশ করলে অন্যান্য দালালরা কৌশলে পালিয়ে যায়। অনেকে হাসপাতালের বিভিন্ন কক্ষে আত্মগোপন করে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, নড়াইল সদর হাপাসাতলে প্রায় একশ দালাল রয়েছে। যার অধিকাংশ মহিলা। এসব মহিলারা রোগীদের টেষ্টের জন্য কৌশলে বিভিন্ন ডায়াগনেষ্টিক সেন্টারে নিয়ে যায়। গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে হাতিয়ে নেয় বেশি টাকা।
এছাড়া কিছু দালাল হাসপাতাল থেকে রোগীদের ভালো চিকিৎসা দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।  সেখানে পল্লী চিকিৎসক ও ডিপ্লোমাধারীদের দিয়ে প্রেসক্রিপশন করিয়ে ও বিভিন্ন টেষ্ট দিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়ে থাকে।
 দু’জনকে জরিমানা করায় সাধারণ রোগীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ