শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নাভারনে ঐতিহ্যবাহি ফজিলাতুন্নেছা মহিলা কলেজে নবীন বরন ও ভবন উদ্ভোধন অনুষ্টিত

আরো খবর

 

বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের শার্শার নাভারনে ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান ফজিলাতুন্নেছা মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের নবীন বরন ও ভবনের চতুর্থতলার উদ্ভোধন করা হয়েছে। ফিতাকেটে ও বেলুন উড়িয়ে অনুস্টানের উদ্ভোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন।
পরে উদ্ভোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন
ইতিহাস ঐতিহ্যে সমন্বিত ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বে-সরকারি এই কলেজটি তৎকালীন সময় উদ্বোধণ করেছিলেন আমাদের দেশের সেই সময়কার এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী-শেখ হাসিনা। বর্তমানে এ কলেজটিতে মোট-১২০০ শিক্ষার্থী এবং ৬৮ জন শিক্ষক শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।
৪ কোটি টাকা ব্যয় এ নির্মিত এ ভবনের উদ্বোধন করা হয়। শিক্ষার মান উন্নয়নে আইএম দ্যা বেস্ট এই স্লোগানে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐ কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু।
এসময় আরো বক্তব্য রাখেন অধ্যাক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন মান সম্মত ভাবে গড়তে না পারি তাহলে আগামী দিনের শিক্ষার্থীদের কি জবাব দিবো, আগামী প্রজন্মকে যদি আমরা শিক্ষিত করতে না পারি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা জানাতে না পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবণ ইতিহাস সম্পর্কে পরিচিতি লাভ করা।
এসময় উপস্থিত ছিলেন- চেয়ারম্যান-মোঃ কবির উদ্দিন আহম্মেদ তোতা, সাবেক চেয়ারম্যান -সোহরাব হোসেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান-বাবলুর রহমান,শার্শা ইউনিয়ন আ.লীগ সম্পাদক-মোরাদ হোসেন, এমপি’র একান্ত সহকারী-আসাদুজ্জামান আসাদ,মোখলেছুর রহমান,মোঃ শহিদুল ইসলাম,ছাত্রনেতা(সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি) আব্দুর রহিম সরদার,ছাত্রনেতা-আল-আমিন রুবেল সহ স্থানীয় আ.লীগের বিভিন্ পদে থাকা নেতা-নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এ ছাড়াও ঐ কলেজের সকল শিক্ষক-অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কবিতা আবৃত্ত নিত্য ও গান প্রদর্শিত হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ