শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নড়াইল জেলা পরিষদের অফিস সহকারি সঞ্জয়ের বিরুদ্ধে মামলা

আরো খবর

মো:রফিকুল ইসলাম,নড়াইল:
নড়াইল জেলা পরিষদের অফিস সহকারি সঞ্জয় কুমার দাস বিধি লংঘন করে দিব্যি চালিয়ে যাচ্ছেন,নড়াইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরী দেওয়ার নামে করে যাচ্ছেন,একের পর এক প্রতারণা। সঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে সাড়ে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
মামলা সূত্রে জানা যায়,নড়াইল শহরের মহিষখোলা গ্রামের মৃত বিজয় কুমার দাসের ছেলে সঞ্জয় কুমার দাস,সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত। গত ৩১ মে ২০২৪ তারিখ বেলা ১১টার সময় লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত জবেদ আলী মোল্যার ছেলে মো. বিল্লাল হোসেনের বাড়িতে গিয়ে সঞ্জয় কুমার দাস তাকে লোহাগড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল ম্যান পদে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
টাকা দেওয়ার পর ম্যানেজার সঞ্জয় কুমার দাস নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন তবে দীর্ঘদিনেও নিয়োগপত্র পাননি এবং টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করতে থাকেন।
গত ১৭ জানুয়ারি বেলা ২টার দিকে বিল্লাল হোসেন টাকা ফেরত চাইলে সঞ্জয় কুমার দাসের বাসায় গেলে তিনি তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেন।
বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন,সঞ্জয় কুমার দাস তার আর্থিক দৈন্যতার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। এমনকি টাকা ফেরত না দিতে তিনি ৩-৪ জন সন্ত্রাসীদের সহায়তায় তাকে জিম্মি করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
এ বিষয়ে অভিযুক্ত ম্যানেজার সঞ্জয় কুমার দাস প্রথমে কিছুই জানেন না এবং পরে সত্যতা শিকার করে বলেন,আমি বাদির সাথে মিমাংশা করে নিব তবে ক্যমেরায় অভিযুক্ত সঞ্জয় কুমার দাস বক্তব্য দিতে রাজি হননি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন,আমি জেলা পরিষদে চাকরির পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করতে পারবো বলেও জানান।
নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না জানান,চাকুরী বিধিতে চাকুরীর পাশাপাশি ব্যবসা করা যাবে কিনা সে বিষয়ে তিনি অবগত নন,আর সঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

আরো পড়ুন

সর্বশেষ