শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
‘কৃষিই সমৃদ্ধি’ এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক জসিম উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, টেকসই ও স্মাট কৃষির আধুনিকতা এখন সমাদৃত। এ জনপদের মানুষের কাছে স্মার্ট কৃষির বার্তা পৌঁছানোর জন্য সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিরালসভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাড়ির আঙ্গীনাসহ পরিত্যাক্ত জমিতে শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে চাষাবাদের জন্য কিষাণ-কিষাণীদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল প্রদর্শণীর মাধ্যমে কৃষকের স্মার্ট কৃষির বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ